গভীর সমুদ্রে ভেসে আসা ৯৫ বাংলাদেশি মৎস্যজীবীর বাংলাদেশের সাথে প্রত্যাবর্তন সাক্ষাৎ মমতার 

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 day ago

সাগর দ্বীপ থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ 

আজ সকালে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে গভীর সাগরে ভেসে যাওয়া ৯৫ জন মৎস্যজীবী কে বাংলাদেশের কাছ থেকে প্রত্যাবর্তন করে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়। আজ সকালে আগে থেকেই নির্ধারিত সময়ের মধ্যে চলে আসেন ।

এবং তিনি বলেন বহু চেষ্টা র মধ্যে দিয়ে আমাদের সরকার বাংলাদেশের বর্তমান সরকারের সাথে যোগাযোগ করে বাংলাদেশের হাতে ধরা পড়া ৯৫জন মৎস্যজীবী কে ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এদের মধ্যে একজন গভীর সাগরে বিপদের সময় ঝাঁপ দেয়। এবং তিনি মারা যান। এই মৃত ধীবরের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় দুই লাখ টাকা র চেক।

সেই সঙ্গে বাকি মৎস্যজীবী দলের সদস্যদের মধ্যে দশ হাজার টাকা র চেক দেওয়া হয়। এবং আগামী গঙ্গাসাগর মেলা উপলক্ষে খুশি থাকতে এবং কিছু কেনাকাটা করতে এই সাহায্য করা হয়েছে বলে জানান। সেই সঙ্গে আগামী দিনে ভারতের গঙ্গার শেষ প্রান্তে এবং সাগরের বুকে বিভিন্ন জনমুখী কর্মসূচি ঘোষণা করেন। এবং আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে গঙ্গা সাগর মেলা।

তাই আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে জনমুখী কর্মসূচি পালন করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা মুখ্যসচিব ও স্বরাস্ট্র সচিব এবং সুন্দর বন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও বিধায়ক মন্টু রাম পাখিরা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডি এম শ্রী সুমিত গুপ্ত আই এ এস এবং সুন্দর বন জেলা পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা সহ অন্যান্য জেলা পুলিশ আধিকারিক ও মথুরাপুর লোকসভা র এম পি বাপি হালদার এবং অন্যান্য তৃনমূল দলের নেতৃবৃন্দ।

error: Content is protected !!