কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
আজ সাতসকালে নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় নাগরিক পরিসেবা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করতে বের হয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা।
তিনি নারী ও পুরুষের কাছে গন পরিসেবার কোন খামতি হচ্ছে কি না এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ঠিক মতো কাজ হচ্ছে কি না তা নিজে গিয়ে এলাকার মানুষের কাছে জানতে চান। এবং পানীয় জল ও রাস্তা এবং রেশনের সুবিধা এবং নাগরিক পরিসেবা পাচ্ছে কি না জানতে চান। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে জানতে চান যে ন্যায় পঞ্চায়েত এ মাধ্যমে কোন গন পরিসেবা র খামতি হচ্ছে কি না।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা তিনি তার এলাকার নাগরিক পরিসেবা র পাশাপাশি নুন্যতম পয়সার বিনিময়ে আইনি পরিসেবা চালিয়ে যাচ্ছে।
সেই সঙ্গে বহু গরীব মহিলার খোরপোশ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করতে বিনা পয়সায় আইনি পরিসেবা দিয়ে থাকেন। তিনি তার গ্রাম পঞ্চায়েত এলাকা কে মডেল করার লক্ষ্যে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের কিছু অসাধু কর্মকর্তা ও সহকারী দে বাঁধা কে দূরে সরিয়ে তিনি পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কে প্রাধান্য দিয়ে গ্রাম বাংলার উন্নয়ন কে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার কর্মকাণ্ড কে কিছু ক্ষেত্রে বাঁধা র সৃষ্টি হলে ও কাজের লক্ষ্য অবিচল আস্থা রেখে এগিয়ে এসেছেন তিনি।
তিনি চান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও আদর্শ ও চিন্তা কে বাস্তবায়ন করে তার এলাকার গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে।তাই তিনি সকাল সকাল সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নাগরিক পরিসেবা দিতে।।