খোকা এবার ঝিলে

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

মোঃ বুলবুল হোসেন:

খোকার বন্ধু আসবে এবার
বৈশাখ জ্যৈষ্ঠ মাসে,
মিষ্টি ফলের গন্ধ পেয়ে
ছুটে দু’জন পাশে।

কাঁচা মরিচ আমের ভর্তা
খাবো আমরা মিলে।
মাছ ধরতে আমরা দুজনে
সকাল বেলার ঝিলে।

পুঁটি,টেংরা,চিংড়ি,টাকি
ধরবো সমান তালে,
তাই না দেখে ঝুমা হাসে
বসে গাছের ডালে।

খোকা বাবু পায় না খোঁজে
কোথা থেকে হাসে,
ঝুমা বলে জামের গাছে
আছি আমি বসে।

আয়না দুজন আমার কাছে
মিষ্টি জামটা পাবি
বিলের ধারে বসে দুজন
মজা করে খাবি।

ভয় করে না কেমন করে
থাকো বিলের জলে,
কাঁদার মাঝে মাখামাখি
দেখছে বকের দলে।

error: Content is protected !!