সুমন হাসান, কয়রা খুলনা প্রতিনিধি:
খুলনার কয়রায় খেলার মাঠ তৈরি করার সময় স্ট্রোক জনিত কারণে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক কয়রা সদর ইউনিয়নের মদিনাবাদ গ্রামের মৃত মহাতাব সানার ছেলে বিল্লাল হোসেন (১৮)।
রবিবার (১৪ মে) বিকাল আনুমানিক ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
বিল্লালের সহকর্মীরা জানান তারা বিকালে ফুটবল খেলার মাঠ তৈরীর কাজ করছিলেন। এসময় বিল্লাল বসে মাটির ডেলা ভাংছিলেন। হঠাৎ করে বিল্লাল স্টােক জনিত কারনে অসুস্থ হয়ে পড়েন । তাৎক্ষনিক ভাবে তাকে পার্শবর্তী বে- সরকারী হাতপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘােষনা করেন।
এ খবর পেয়ে কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম নিহত বিল্লালের বাড়িতে যান এবং নিহতের পরিবারের খোঁজ খবর নেন।
সামাজিক মাধ্যমে সংবাদটি শেয়ার করুন