স্টাফ রিপোর্টারঃ
খুলনা তেরোখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহুরুল ইসলাম এর বদলি ঠেকাতে তেরখাদা উপজেলার শত শত গ্রামবাসী
বৃহস্পতিবার (২২শে জুন ) বিকাল ৫ টায় ওসির বদলির আদেশ বাতিলের দাবিতে তেরখাদা থানার সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে ৫নং তেরখাদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ অহিদুজ্জামান, আওয়ামী যুবলীগ নেতা শরিফুল ইসলাম লিংকন ও সাবেক যুবলীগের সভাপতি বদিউজ্জামান এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বক্তব্যে দেন এবং বলেন, ওসি মোহাম্মদ জহুরুল ইসলাম তেরখাদা থানায় যোগদানের পর উপজেলায়৷ খুন খারাবি, মারামারি, মাদক, জুয়া এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ করেন। তার মত ওসি এ থানায় আমাদের খুব প্রয়োজন তাই তাকে আমরা আরো কিছু দিনের জন্য হলে এ থানাতে রেখে দিতে চাই।
ওসির বদলি আদেশ বাতিলের দাবিতে স্থানীয় জনগণের দাবি সরকার যেন এই মানবিক ওসিকে বদলি না-করে আমাদের এখানে রেখে দেয় এসময় শত শত গ্রামবাসী মিছিলে মিছিলে কম্পিত করেন তেরোখাদা থানা প্রাঙ্গণ।