খুলনার ডুমুরিয়ায় গাড়ির ত্রিমুখি সংঘর্ষে ইব্রাহিম মন্ডল (৪৩) নামে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে।
হাসপাতাল ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বেসরকারি সংস্থা এসএসএস এর এরিয়া ম্যানেজার শেরপুর -ল(১১-২১৫৮) নম্বর মটর সাইকেল যোগে তার বন্ধু টাঙ্গাইল জেলার ধলবাড়ি গ্রামের কবিরাজ বাড়ির আব্দুর রহমান মন্ডল এর ছেলে ইব্রাহীম মন্ডলকে নিয়ে খুলনা থেকে চুকনগর যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ফায়ার সার্ভিসের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও মটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যায়।
এ ঘটনায় আহত হয় ভ্যান আরোহী গোনালী গ্রামের জয়নাল খানের স্ত্রী জান্নাতুল বেগম(৪০), তপন ফৌজদারের স্ত্রী সুমিত্রা ফৌজদার (৫০) ও অপর মোটরসাইকেল চালক কোমলপুর গ্রামের ছলেমান মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (৩৫)। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।