খুলনার ডুমুরিয়ায় টেকাব ২য় পর্যায়ের বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং প্রশিক্ষণের সমাপনী অনু্ষ্ঠিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 11 months ago

এস,কে বাপ্পি খুলনা ব্যুরোঃ

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বন্ধবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্যোর আলোকে খুলনার ডুমুরিয়ায় টেকাব ২য় পর্যায় কারিগরি সহায়তা প্রকল্পের ২ মাস মেয়াদী বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম.কামরুজ্জামান”র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, বক্তব্য দেন যুব ও ক্রিয়া মন্ত্রণালয় থেকে কম্পিউটার প্রশিক্ষক মোঃ তাইজুল ইসলাম।এছাড়াও অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস,মোঃ নাজমুল ইসলাম,মোঃ জাকির হোসেন খান, সুশীল সমাজ ও যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও ৩ লক্ষ ৫২ হাজার নগদ টাকা ও প্রতি ১ জন প্রশিক্ষনার্থীকে ৮ হাজার ৮০০ শত টাকা করে যাতায়াত ভাতা প্রদান করেন।

error: Content is protected !!