খুলনার কলেজ পড়ুয়া ছাত্র ২লক্ষ টাকা ব্যায়ে তৈরি করল হেলিকপ্টার

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

ডেস্ক রিপোর্ট :

খুলনার কলেজপড়ুয়া এক ছাত্র হেলিকপ্টার তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই হেলিকপ্টার তৈরিতে কোটি টাকা লাগেনি তার বরং খরচ হয়েছে মাত্র ২ লাখ টাকা।

দেশীয় প্রযুক্তি আর চায়না ইঞ্জিনে এই হেলিকপ্টারটি তৈরি করেছেন তিনি। তবে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় এভিয়েশন শিল্পের জন্য এই আবিস্কার হতে পারে একটি মাইল ফলক।
খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বাসিন্দা নাজমুল খান। তিনি ছোট বেলা থেকেই ব্যতিক্রমি কিছু করার চেষ্টা লিপ্ত ছিলেন। অবশেষে তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি তৈরী করেছেন এক আসন বিশিষ্ট হেলিক্যাপ্টারটি।

নাজমুল খান খুলনার বিএল কলেজের শিক্ষার্থী। তিনি ওয়েবসাইটের সহযোগিতায় জ্ঞান অর্জন করে দেশীয় প্রযুক্তিতে তৈরী করেছে এই হেলিক্যাপ্টারটি। এই হেলিক্যাপ্টারের ইঞ্চিন ব্যয়বহুল তাই নিজস্ব মেধায় মোটর সাইকেলের ইঞ্জিনের আরপিএম বাড়িয়ে ব্যবহার করা হয়েছে এখানে।
নাজমুলের হেলিকপ্টারটি এখন আকাশে ওড়ার অপেক্ষায় রয়েছে।

তবে এর জন্য প্রয়োজন আরও নিরাপত্তা সরঞ্জাম। ইতোমধ্যে নাজমুলের সঙ্গে যোগাযোগ করেছে খুলনা জেলা প্রশাসন। হেলিকপ্টারটিকে আরও নিরাপদ ও আকাশে ওড়ার উপযোগী করে তোলার জন্য পরামর্শ দিচ্ছেন তারা।

এখন প্রয়োজন সরকারি ও বেসরকারি সহযোগিতার।
হেলিকপ্টার প্রস্তুতকারী নাজমুল খান জানান, হেলিকপ্টারের বডি তৈরিতে ব্যবহার করেছেন এস এস পাইপ। আর চায়না দেড়শ সিসির মোটরসাইকেলের ইঞ্জিনের আরপিএম সাড়ে ৬ হাজার থেকে বাড়িয়েছেন ৯ হাজার আরপিএমএ।

এর পাখা সাড়ে আট ফিট লম্বা, চওড়া ২১ মিটার। পুরো হেলিকপ্টারটির দৈর্ঘ্য সাড়ে ২২ ফিট। হেলিকপ্টারটি এক লিটার অকটেনে ১৮ থেকে ২০ মিনিট চলবে। যার সর্বোচ্চ গতিবেগ হবে ৩২০ কিমি/ঘণ্টা।
নাজমুলের বাবা নজরুল ইসলাম খান পেশায় একজন কৃষক, রয়েছে একটি মুদি দোকানও। দারিদ্রতার মাঝেও ছেলে উদ্ভাবনী ইচ্ছাকে উৎসাহিত করতে যুগিয়েছেন অর্থ।

ছেলের সাফল্যে আবেগাপ্লুত তিনি।
স্থানীয়রা নাজমুলের এমন উদ্ভাবনে উচ্ছ্বাসিত। নাজমুলের হেলিকপ্টার বানানোর পরিকল্পনাকে উৎসাহ যুগিয়েছেন এলাকাবাসী। বর্তমানে যন্ত্রটি কাজ করায় গর্বিত তারা। প্রতিদিনই দূর দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছেন এই হেলিকপ্টারটি দেখার জন্য।

স্থানীয়রা বলেন, নাজমুল হেলিকপ্টার তৈরি করে এলাকায় চমক সৃষ্টি করেছে। সে আমাদের এলাকার গর্ব। আমরা তার সফলতা কামনা করি। তার তৈরি হেলিকপ্টার দেখতে প্রতিদিনই ভিড় করছে মানুষ।
বিএল কলেজের শিক্ষার্থী নাজমুল খান বলেন, হেলিকপ্টারটি তৈরি করতে দুই লাখ টাকা খরচ হয়েছে।

হেলিকপ্টারটি উড়ানোর অপেক্ষায় রয়েছি। তবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং আবহাওয়াজনিত কারণে এখনই হেলিকপ্টারটি উড়ানো সম্ভব হচ্ছে না।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে, কিছুদিনের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা এবং বৃষ্টি কমলে হেলিকপ্টার উড়ানো সম্ভব হবে বলে আশা করছি।

সি, বিশ্বাস/ নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

error: Content is protected !!