স্টাফ রিপোর্টার:
খুলনা দাকোপ থানা এলাকার একাধিক মামলার আসামী কবির শেখ একজন কুখ্যাত চিহ্নিত সন্ত্রাসী, কবির বাহিনী, নামক একটি দুর্ধর্ষ ডাকাত দলের নেতৃত্ব প্রদান করে বিভিন্ন স্থানে ডাকাতি ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিল। গত ২৫ এপ্রিল র্যাব-৬, খুলনা জেলার দাকোপ থানা এলাকায় কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব ৬ খুলনা জেলার দাকোপ থানার পানখালী ইউনিয়নের অন্তর্গত আসামীর নিজ বাড়িতে পৌঁছামাত্র আসামী কবির শেখ র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। কবির শেখের বসতঘর তল্লাশী করে একটি বিদেশী পিস্তল এবং এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। র্যাব-৬ জানান তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। কবির শেখ বিরুদ্ধে ৩টি অস্ত্র মামলা, ২টি ডাকাতি মামলাসহ নারী নির্যাতন, চাঁদাবাজি, হত্যাচেষ্টা মামলা ও দুর্ধর্ষ চুরির মতো ঘৃণ্য অপরাধে ২০টি মামলা রয়েছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তরসহ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।