খারাপ আবহাওয়া ও মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টির কারণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে কলকাতা বইমেলা

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ সকালে যখন ভারতের কলকাতা ৪৭তম, আন্তর্জাতিক বইমেলায় গেলাম বিগত বছরের যে ভীড় লেগে থাকতো তা এবার নেই। কারণ বঙ্গোপসাগরে পতিত নিন্ম চাপের কারণে ঝিরঝির বৃষ্টি, এবং মেঘলা আবহাওয়া র সাথে কনকনে ঠান্ডা র কারণে জন্য বহু বইপ্রেমী কলকাতা বইমেলা বিমুখ হয়েছে বলে মনে করা হয়েছে। সকাল ঠিক সাড়ে এগারো সময় দেখা গেছে তেমন কোন মানুষের ভীড় নেই। কিছু ইস্কুল পড়ুয়া এবং কিছু বই প্রেমিক সকল প্রকৃতিক উপকূলতা কে দূরে সরিয়ে বই মেলায় এসেছে। ভিতরে প্রবেশ করে দেখা গেছে কিছু কিছু বইয়ের স্টল তখনও পর্যন্ত খোলা হয় নি। তার মধ্যে বইপ্রেমীদের থেকে কলকাতা পুলিশের এবং বিধাননগর পুলিশের ভীড় চোখে পড়ার মতো। কঠোর নিরাপত্তা ও সি সি সি টি ভি র আওতায় এবার বই মেলা শুরু হয়েছে। ভিতরে আমেরিকা, রাশিয়া ও ব্রিটেনের বই, সাথে ফ্রান্সের বই সোভা পাচ্ছে। সবাই কে টপকে এবার কলকাতা বইমেলায় বাংলাদেশের বই ভালো বিক্রি হচ্ছে। বাংলাদেশ থেকে আগত প্রকাশিত গুরুপ তাদের বইয়ের পসরা নিয়ে বাংলাদেশের স্টলে বই বিক্রি করছেন। এবার কলকাতা বইমেলায় ভারতের বিভিন্ন রাজ্যের বই দেওয়া হয়েছে এবং পশ্চিম বাংলা র বিভিন্ন পত্রিকা প্রকাশ করা হয়েছে এবং তাদের স্টল দেওয়া হয়েছে। পশ্চিম বাংলা সরকারের স্টল চোখে দেখার মতো। সবকিছু র মধ্যে কিন্তু বিকালের দিকে কলকাতা বইমেলায় ভীড় বাড়তে পারে। কলকাতা আন্তর্জাতিক বই মেলা চলবে আগামী ৩১শে, জানুয়ারি পর্যন্ত। প্রবেশ আবাদ করে দেওয়া হয়েছে পশ্চিম বাংলা সরকারের পক্ষে।

error: Content is protected !!