খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ম্যারিশা জোন

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 weeks ago

হলাপ্রু মারমা, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মারিশ্যা জোন। ৩ ডিসেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মারিশ্যা জোন ২-১ গোলে মহালছড়ি জোনকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
ম্যাচের খেলা শুরু ৫ মিনিটে মঞ্জুরুল আলমের গোলে এগিয়ে যায় মারিশ্যা জোন। ২০ মিনিটে একই খেলোয়াড়ের দ্বিতীয় গোলে ব্যবধান ২-০ তে নিয়ে যায় তারা। মহালছড়ি জোন প্রথমার্ধে গোল করতে না পারলেও ৫৫ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায়। এরপর আক্রমণ-প্রতি আক্রমণের উত্তেজনাপূর্ণ খেলায় আর কোনো গোল হয়নি। ফলে ২-১ গোলের ব্যবধানে জয়ী হয় মারিশ্যা জোন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন: খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল।

রিজিয়ন ফুটবল ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে মাথে দর্শক গ্যালারীতে হাজারো ফুটবল প্রেমীকরা কানায় কানায় উপস্থিত ছিল।

পুরস্কারের বিবরণচ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। রানার্সআপ দল পেয়েছে ট্রফি ও নগদ ৫০ হাজার টাকা। এছাড়া সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ক্রেস্ট প্রদান করা হয়।

বিশেষ সম্মাননা অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলার মনিকা চাকমা এবং জাতীয় অনূর্ধ্ব-২০ দলের গোলরক্ষক মোহাম্মদ আসিফকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং নগদ অর্থ উপহার দেওয়া হয়।

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় খেলাধুলার প্রতি উৎসাহ সৃষ্টি এবং প্রতিভাবান খেলোয়াড়দের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছে।

error: Content is protected !!