খাগড়াছড়িতে মারমা ঐতিহ্যবাহী পোশাকে বিজয় রেলি ও পুষ্পস্তবক অর্পণ
লেখক:
Rakib hossain প্রকাশ: 2 weeks ago
হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি :
মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়িতে
ভিন্ন ধরণে আয়োজনে মারমা জাতির ঐতিহ্যবাহী পোশাকে বিজয় রেলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বিজয় দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে সোমবার সকালে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ উপদেষ্টা চিংম্রাউ মারমা নেতৃত্বে মারমা জাতির ঐতিহ্যবাহী পোশাকে পরিধেয় রেলি খাগড়াছড়ি রাজপথকে আলোরণ সৃষ্টি করেছে । খাগড়াছড়ি রাজপথ যেন বিজয়ের রঙ্গিন বাস্তবতা ফুটে উঠেছে।
হাজারো জনস্রোতে রেলিটি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চেঙ্গী স্কয়ারে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় মহিলা সংগঠনের নেতাকর্মীরা।