খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 months ago

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ খেলা উদ্বোধন হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসন আয়োজনে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন করেছে।

প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরী বলেন, পার্বত্য এলাকার মেয়ে বিশ্বের মাটিতে ফুটবল খেলছে। খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের মাঝে পরিচয় করে দিয়েছে।

সুতরাং পড়াশোনা পাশাপাশি শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দীন সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুক্তাধর, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলম।

আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দিন, সাবেক উপজেলা  চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা, গণমাধ্যম কর্মী হলাপ্রুসাই মারমা, মুজাহিদ বাবুসহ খেলোয়াড় বৃন্দ ও ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ খেলায় ১৬ দল অংশ গ্রহন করেছে। উদ্বোধন ম্যাচে রামগড় কলেজকে ০ -১ গুলে হারিয়ে গুইমারা কলেজ বিজয় হয়েছে।

error: Content is protected !!