হলাপ্রম্নসাই মারমা, খাগড়াছড়ি
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৩ উদযাপন উপলক্ষে প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জেলা কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য অফিস আয়োজনে আজ (২৪ জুলাই) সোমবার দুপুরে জেলা মৎস্য কর্মকতার্র সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকতার্ ড. মো: আরিফ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া, সহকারী মৎস্য কর্মকতার্ শরৎ কুমার ত্রিপুরা প্রমুখ।
এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সিনিয়র সাংবাদিক আবু দাউদ, একুশে টেলিভিশনে জেলা প্রতিনিধি চিংমেপ্রম্ন মারমা, ৭১ টেলিভিশন চ্যানেলে জেলা প্রতিনিধি রুপায়ন তালুকদারসহ জেলা কর্মরত প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকতার্ ড. মো: আরিফ হোসেন বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে সাত দিন ব্যাপী কর্মসূচী হাতে নিয়েছি, ১ম দিন জেলা সদরের গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে মাইকিং , ব্যানার, পেস্টুন এর মাধ্যমে দিনব্যাপী ব্যাপক প্রচারণা , ২য় দিন জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা হবে ক্ষুদ্র নৃ—গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে, ৩য় দিন সকাল ১১ টায় প্রান্তিক পযার্য়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা জেলা মৎস্য কর্মকতার সম্মেলন কক্ষে, ৪র্থদিন পেরাছড়া ইউনিয়ন পরিষদে সকাল ১১টায় পুকুরে পানি পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা হবে, ৫ম দিন ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদে সকাল ১১টায় পুকুরে পানি পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা হবে, ৬ষ্ঠ দিন জেলা মৎস্য কর্মকতার সম্মেলন কক্ষে মৎস্য চাষীদের উপকরণ বিতরণ, ৭ম দিন সকাল ১১ টায় জেলা মৎস্য কর্মকতার সম্মেলন কক্ষে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হবে ।
সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আগে প্রান্তিক পযার্য়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ড. মো: আরিফ হোসেন বলেন, খাগড়াছড়িতে মাছের চাহিদা অনুযায়ী মাছের উৎপাদন কম, ১৪ হাজার ৭০০ মেট্রিক টন মাছের প্রয়োজন রয়েছে এ জেলার, সেখানে উৎপাদন হচ্ছে মাত্র ৫ হাজার ৫শত মেট্রিক টন। তিনি আরো বলেন নতুন জলাধার তৈরী ও মাছ ছাষের আধুনিক প্রযুক্তি মাছ চাষিদের মাঝে সম্প্রসারণ এর মাধ্যমে এ জেলা মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে।