ক্যাপ্টেন মাশরাফিকে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান করা সময়ের দাবি

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

ডেস্ক রিপোর্টঃ

আজকে ৭ জুলাই বাংলাদেশ ওয়ানডে দলের ক্যাপ্টেন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ। ইতিপূর্বে মুশফিকুর রহিম ওয়ানডে থেকে এবং মাহমুদ উল্লাহ টেস্ট থেকে বিদায় নিয়েছেন যা শ্রুতিমধুর ছিল না, টি টুয়েন্টিতও নেই ।

তারা নিজেরাই অবসরের ঘোষণা দিয়েছেন অথচ মুশফিক, তামিম এবং মাহমুদ উল্লাহদের অক্লান্ত পরিশ্রমেই বাংলাদেশ ক্রিকেট আজকে মর্যাদার আসনে অধিষ্ঠিত অথচ প্রত্যেকের বিদায় হচ্ছে বোর্ডের সাথে অনৈক্যের কারণে। কী কারণে ক্রিকেটারদের অভিমান,পরবর্তীতে অবসরের ঘোষণা যা বিচারবিভাগীয় তদন্তের দাবি রাখে। তাদের রাজসিক বিদায় আশা করেছির দেশবাসী।

একজন সতীর্থ ক্রিকেটার ছাড়া অন্যরা কীভাবে বুঝবে তাদের মনের কথা। বোর্ডের কর্মকর্তাদের সাথে ক্রিকেটারদের দুরত্ব বেড়ে গেলে ভালো পারফরমেন্স আশাকরা অর্থহীন। কী ঘটেছিল বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটসম্যান তামিমের সাথে যার জন্য কেঁদে কেঁদে তার বিদায় নিতে হলো। দেশের মানুষ এই বিদায়কে ভালোভাবে গ্রহন করে নাই। ক্যাপ্টেন মাশরাফি বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারের পালস বুঝেন, অধিনায়ক হিসেবে ছিলেন অসাধারণ, প্রতিটি ক্রিকেটার তাহাকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন, আইকন ভাবেন।

তিনি এমপি হয়েও ক্রিকেট নিয়েই থাকতে ভালোবসেন তাই দেখা যাচ্ছে বিপিএল’র কোনো একটি টিমের নেতৃত্বে। অনেকের ধারণা তিনি সার্বক্ষণিক ক্রিকেটের নেতৃত্ব দিতে পারলে বাংলাদেশ ক্রিকেট অনন্য উচ্চতায় পৌঁছাবে ।
তাই তাহাকে বোর্ডের চেয়ারম্যান মনোনিত করলে এই ধরণের অসন্তোষ সৃষ্টি হয়ে অপ্রত্যাশিত অবসরের মতো ঘটনা ঘটবে না ইহাই ক্রিকেট প্রেমিদের বিশ্বাস।

error: Content is protected !!