ক্যানসারের কাছে হেরে গেলেন যশোরের পুলিশ সুপারের স্ত্রী

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

এম,ওয়াজেদালী, স্টাফ রিপোর্টারঃ

ক্যানসারের কাছে হেরে গেলেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী জোয়ারদার। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি যশোরের পুলিশ সুপার প্রলয় জোয়ারদারের সহধর্মিণী।

যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, সোমবার সকালে বিপ্লবী রানীর মরদেহ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় তাঁর শ্বশুরালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

প্রয়াত বিপ্লবী রানী দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি ভারতের মুম্বাই, দিল্লি ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। গত ২৯ অক্টোবর তাঁর অবস্থার অবনতি হলে প্রথমে যশোর হাসপাতালে পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

অত্যন্ত বিনয়ী ও মিশুক স্বভাবের অধিকারী বিপ্লবী রানী দুই সন্তানের জননী। তিনি যশোরের মণিরামপুর উপজেলার সন্তান। তাঁর মৃত্যুতে যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শোক কর্মসূচি পালন করছে। তিনি পুণাক যশোরের সভানেত্রী ছিলেন।

error: Content is protected !!