জাবির আহম্মেদ জিহাদ, জামালপুর :
সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে এই স্লোগানকে সামনে রেখে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা মকনববন্ধননকরে।
সোমবার (৮ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে।
সরকারি আশেক মাহমুদ কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুবুল হাসান বিবেকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান, কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সানাউল্লাহ ও মোহাম্মদ শাকিল হাসান, ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ রহমান হীরা, গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তালহা, সা’আদ আহমেদ রাজু, গণীত বিভাগের প্রথম বর্ষের আবু সাঈদ ও চাকরি প্রত্যাশি মীর ইসহাক হাসান ইখলাস প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘২০১৮ সালে আমরা যে কোটাপ্রথার বিরুদ্ধে সারাদেশে এক যৌক্তিক আন্দোলন গড়ে তুলেছিলাম তাতে আমাদের দাবি ছিল কোটা সংস্কার করা, বাতিল নয়। সরকার সেটি না করে কোটা বাতিল করে দিয়েছিলো। ২০১৮ সালের সেই পরিপত্র এখন বাতিল করেছে হাইকোর্ট। আমরা দিনরাত পরিশ্রম করে মেধা অর্জন করে চাকরির পরীক্ষা দেই কিন্তু এতো বেশি কোটার কারণে আমরা চাকরি পাই না। লেখাপড়া করে চাকরি না পেয়ে আমরা অনেকেই শেষ পর্যন্ত দিশেহারা হয়ে পড়ছি। আমাদের দাবি একটাই আমরা এই কোটাপ্রথার সঠিক সংস্কার চাই।
তারা আরও জানান, ‘সরকার যদি এ দাবি মেনে না নেয় তাহলে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে নামবো। রেলপথ, রাস্তাঘাট বন্ধ করে দেবো এবং পুরো দেশ অচল করে দেওয়ারও হুমকি দেন তারা।