সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনের সামনে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম রাকিবুল হাসান রতন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ধানবান্ধি ১০ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল, ফরহাদ সেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ, যুবনেতা সুরুজ জামান ও বাবু।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। তার মৃত্যুর চার দিন পর ২৮ জানুয়ারি মরদেহ দেশে আনা হয়। সেদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।