সিলেট প্রতিনিধি:- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এর সংগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম লাল মাটি এলাকায় রজব আলী, বিজিবি-র নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, ওই এলাকা দিয়ে ভারতীয় নিষিদ্ধ পণ্য বাংলাদেশে আসছে, নিরাপদে নেশা জাতীয় দ্রব্য ।
মদ ইয়াবা ফিনসিডিল কসমেটিক্স, থ্রি পিস, শাড়ি, লুঙ্গি, মোটরসাইকেল এর পার্টস নিয়ে আসছে ।তাদের কাছ থেকে বিজেপির নামে চাঁদা আদায় করেন রজব আলী ওই এলাকা দিয়ে যত অবৈধ মালামাল পাচার হয় সেখানে রজব আলী কে চাঁদা দিতে দেরি করলে বিজিবি সদস্যদের ফোন দিয়ে এনে মাল ধরিয়ে দেন রজব আলী এরা ভয়ংকর লোক রজব আলী কে ব্যবসায়ীরা ভয়ে চাঁদা দিতে বাধ্য হন।
ভারত পার্শ্ববর্তী দেশ হওয়ায় মালামাল আনা নেওয়া করতে সহজ , ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভারতে আসা যাওয়া করা যায়।
গুচ্ছগ্রাম, লাল মাটি পর্যটক এরিয়া, পর্যটক পাবলিক টয়লেটের এলাকা দিয়ে দেদারসে আসছে কসমেটিকস থ্রি পিস শাড়ি লুঙ্গি ইত্যাদি সহ বিভিন্ন মালামাল সীমান্ত ঘেসে গাড়ি রেখে মাল লোড করে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হয়। সবচেয়ে নিরাপদ রোড জাফলং বাজার রাধানগর বাজার ও গোয়াইনঘাট উপজেলা হয়ে সিলেট শহরে যাচ্ছে এসব পণ্য ।
সত্যতা জানতে রজব আলী এর মুঠো ফোনে ফোন দিলে স্বীকার করে বলেন সীমান্তে বিজিবি -র লাইন আমরা দুই জন মিলে পরিচালনা করতেছি তবে আরেক ব্যক্তি কে তাহার নাম জানা যায়নি।
এবিষয়ে বিজিবির নায়েব সুবেদার মুখলেছ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রজব আলী নামে কে এই লোকটি আমি তাকে চিনি না এবং জানিও না যেহেতু আপনি বলেছেন বিজিবি নামে রজব আলী চাদা আদায় করছে আমি এখনই খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ।