কেশবপুর সাগরদাড়ি কপোতাক্ষ ফিউচার পার্কে তিন যুগল আটক এবং পার্ক মালিকে বিশ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: 2 years ago

সোহেল রানা,  কেশবপুর যশোর

সাগরদাঁড়ির কপোতাক্ষ ফিউচার পার্কে অসামাজিক কর্মকান্ডের অপরাধে পার্ক মালিক মিজানুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।

অভিযান পরিচালনাকালে পার্কের ভেতর ৩ যুগলকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা কপোতাক্ষ ফিউচার পার্কে বিভিন্ন সময়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে। অনৈতিক কাজের জন্য তারা এই পার্ক বেছে নিয়েছে। যে কারণে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পাড়ের সাগরদাঁড়িতে অবস্থিত ওই পার্কে সাধারণ মানুষদের গেলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ওই পার্কের কারণে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। পার্কটির পরিবেশ রক্ষায় প্রশাসনের নজরদারি বৃদ্ধি করতে আহ্বান জানিয়েছেন তারা।
error: Content is protected !!