প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৮:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ
কেশবপুর কালী মন্দিরে চুরির ঘটনায় ডিবি পুলিশের হাতে আটক—১
পুলিশ সূত্রে জানা যায়, যশোর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একটি টিম গত ০৮ জুন শনিবার বিকালে যশোর কোতয়ালী থানার উপ—শহর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের একজন কে ১টি সীতাহার ও রুপার অলংকারসহ গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে কেশবপুর কালি মন্দিরে চুরির বিষয়ে স্বীকার করে।
আসামীর পিসি/পিআর যাচাই করে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা আন্তঃজেলা গৃহ/দোকান চোর চক্রের সক্রিয় সদস্য। তারা খুলনা অঞ্চলের বিভিন্ন জেলা, থানা এলাকায় দোকান, বাড়ী বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি সংঘাত করে থাকে। তারই ধারাবাহিকতায় ০৬ সদস্যের একটি চোর চক্র কেশবপুর বাজারে সার্বজনীন কালি মন্দিরে চুরি সংঘটন করে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে বলে জানাই। অন্যান্যদের গ্রেফতারসহ অবশিষ্ট আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিক—নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com