কেশবপুরে বিল গরালিয়ার পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ১৭ টি গ্রাম পানি বন্দি
লেখক:
মোঃ ইমরান হোসেন (ইমু) প্রকাশ: 2 weeks ago
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ভারি বৃষ্টির কারণে বিল গরালিয়ার পানি বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। ফলে আশপাশের প্রায় ১৭ গ্রামের হাজার হাজার মানুষেরা পানি বন্দি হয়ে পড়েছে। গরালিয়ার বিলে জলাবদ্ধ অবস্থা বিরাজ করায় এ বিলের প্রায় ৫ হাজার বিঘা জমিতে ধান আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
কেশবপুরের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বিল গরালিয়ার আশপাশে কন্দর্পপুর, সুজাপুর, খতিয়াখালি, মাগুরখালি, বালিয়াডাঙ্গা, বাকাবর্শি, বড়েঙ্গা, নেপাকাটি, কমলাপুরসহ ১৭ গ্রামের হাজার হাজার মানুষের বসবাস। বিলের অভ্যান্তরে ৬ হাজার বিঘা কৃষি জমি রয়েছে। অতীতে ব্যাপক জোয়ার-ভাটার কারণে এ বিলের উৎপাদিত ধান, পাট ও মাছ শিকারের ওপর নির্ভর করেই চলতো এলাকার মানুষের জীবন-জীবিকা। বিলের ওপর নির্ভরশীল হাজার হাজার কৃষি পরিবারের কাছে অভিশাপ হয়ে দেখা দিয়েছে বিল গরালিয়া।
পাউবোর অফিস সূত্রে জানা গেছে, কেশবপুর চারের মাথা থেকে আপারভদ্রা নদীর সন্ন্যাসগাছা থেকে কাশিমপুর পর্যন্ত পলিতে ভারাট হয়ে পানি নিষ্কাশন পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পানি সরাতে ইতোমধ্যে ওই নদীতে ভাসোমান ইস্কেভেটর দিয়ে পলি সরানো হয়েছে।
কন্দর্পপুর গ্রামের কৃষক এরশাদ আলী মোড়ল জানান, চলতি বছরও বিলটিতে পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে। এ অবস্থা চলমান থাকলে চলতি মৌসুমেও কৃষকরা ধান আবাদ করতে পারবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।