কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

সোহেল রানা, কেশবপুর প্রতিনিধি:

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বসন্ত উৎসব-১৪৩০ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যায় বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে পৌরশহরে চারুপীঠ একাডেমির কার্যালয়ে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক আশরাফ-উজ-জামান খান, সদস্য সচিব স্বপন মন্ডল, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সহ-সভাপতি স্টিফেন বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক উৎপল দে, চারুপীঠের সভাপতি তাপস মজুমদার, সঙ্গীত শিক্ষক ইন্দ্রজিৎ সাধু, আলামীন মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক সাহা বৌদ্ধ নাথ, উপজেলা খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক মানব মন্ডল প্রমূখ।

error: Content is protected !!