যশোরের কেশবপুরে নিরাপদ সড়ক চাই‘র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর ২০২৪) সকাল ১১টায় কেশবপুর নিউজ ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা 11 হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেশবপুর নিউজ ক্লাবের সামনে এসে শে হয়।
পরে নিউজ ক্লাবের হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে আলোচনা সভা শুরু করা হয়। নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনার রশীদ বুলবুল সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি (নিসচা) কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা মোঃ আশরাফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ খান ডবলু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার সহ- সভাপতি মোঃ আবুল কালাম আজাদ মিন্টু, প্রদীপ কুমার মোদক মানিক, সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ আলী, সহ-সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান কবীর, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল করিম।
কেশবপুর নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদস্য আব্দুল মোমিন, আব্দুল জলিল।
এছাড়াও উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা)'র কেশবপুর উপজেলা শাখার সদস্য মনোতোষ কুমার দাস, সুশান্ত কুমার মল্লিক, মোঃ আসাদুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম উজ্জ্বল, রাজু আহমেদ, তাহমিনা খাতুন, শরিফা খাতুন, আছিয়া খাতুন, মমতাজ বেগম, চম্পা রানী, মোঃ আবু হুরাইরা বর্ষণ প্রমুখ।