কেশবপুরে আলোর প্রদীপ ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 months ago

ইমরান হোসেন, কেশবপুর প্রতিনিধি :
সেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ। এই প্রতি পাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে (২৯জুন ২০২৪) শনিবার সেচ্ছাসেবী সংগঠন আলোর প্রদীপ ব্লাড ব্যাংক ও অক্সিজেন ব্যাংক এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
আলোর প্রদীপ ব্লাড ব্যাংক ও অক্সিজেন ব্যাংক এর সভাপতি মোঃ নাঈম ইসলামের সভাপতিত্বে ও কেশবপুর ব্লাড ডোনার’স সোসাইটির সভাপতি মোঃ ইমরান হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের প্রভাষক কুন্তল বিশ্বাস, খুলনা ব্লাড ব্যাংক এর সভাপতি মোঃ সালেহ উদ্দিন সবুজ, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খালেদুর রহমান তিতাস প্রমুখ। এসময় ২০২৩ সালের সর্বোচ্চ রক্ত সংগ্রহকারীদের মাঝেসম্মাননা স্বারক প্রদান ও কেক কাটা হয়।
উক্ত অনুষ্ঠানে কেশবপুর, মনিরামপুর, ডুমুরিয়া ও সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকা থেকে আগত ব্লাড ব্যাংক এর সভাপতি ও সেচ্ছাসেবক সদস্যগণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
error: Content is protected !!