কেশবপুরে আলোকিত যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ
লেখক:
মোঃ ইমরান হোসেন (ইমু) প্রকাশ: 2 hours ago
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে সামাজিক ও মানবিক কাজে বিশেষ ভূমিকা গ্রহণে “মানবতার কল্যাণে এগিয়ে আসি, আলোকিত সমাজ গড়ি” এ স্লোগান কে সামনে রেখে নতুন করে যাত্রা শুরু করেছে আলোকিত যুব ও সমাজ কল্যাণ সংস্থা। শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে বিকাল সাড়ে চারটায় কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, এ্যাডভোকেট অজিয়ার রহমান, আল হাদিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরান হোসেন।
বক্তারা সামাজিক বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে পাশাপাশি সমাজের অসহায় ও মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে তাদের কে বিভিন্ন সাহায্য ও সহযোগিতা করতে হবে। বক্তারা বলেন আলোকিত যুব ও সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা সবাই মিলে একটি নতুন কেশবপুর তথা সমগ্র দেশকে এগিয়ে নিয়ে যাব।
এ সময় কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও কেশবপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সম্রাট হোসেন, মাশফি চৌধুরী অরিন, মিরাজ হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোকিত যুব ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিশ্বাস জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ও পরিচালক গোলাম কিবরিয়াসহ ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পুর্ণাঙ্গ নাম প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সম্রাট হোসেন।