প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ
কেশবপুরের বিরল প্রজাতি ২ টি হনুমান এখন যশোরে সতীঘাটা কামালপুর গ্রামে দেখা মেলে
যশোর জেলার কেশবপুর উপজেলা সেই বিরল প্রজাতি ২ টি হনুমান যশোরের সতীঘাটা কামালপুর গ্রামে দেখা মেলে। ০৮;০৬/২০২৪ ইং তারিখ শনিবার সকালে সতীঘাটা কামালপুর গ্রামে মামুনদের বাগানে এই ২টি বিরল প্রজাতি হনুমান দেখা মেলে।
যশোর সদর উপজেলা সতীঘাটা কামালপুর গ্রামে একটি পুরুষ এবং একটি মহিলা এই ২টি বিরল প্রজাতি হনুমান মামুনদের বাগানে একসাথে দেখা যায়। কেশবপুর থেকে চলে আসা এই বিরল প্রজাতি হনুমান স্বামী-স্ত্রী জোড়া বেধে চলে আসে এই যশোরে সতীঘাটা কামালপুর গ্রামে। এই ২ টি বিড়াল প্রজাতি হনুমানকে এক নজর দেখার জন্য, কয়েকজন শিশু স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
এই দৃশ্য দেখে স্থানীয় জনগণ বলেন, কেশবপুর থেকে আসা এই বিরল প্রজাতির হনুমান ২ টি হয়তো খাদ্যের অভাবে সুদূর কেশপুর থেকে যশোরের সতীঘাটা কামালপুর গ্রামে এমন অবস্থা দেখা যায়। তাদেরকে কিছু বলতে গেলে পুরুষ হনুমানটি তার দাঁত খিস্তি করতে দেখা যায়।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com