কেশবপুরের নবাগত কৃষি অফিসারকে নবলোকের ফুলেল শুভেচ্ছা প্রদান
সোহেল রানা কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলা কৃষি অফিসার হিসাবে কৃষিবিদ মাহমুদা আক্তার সদ্য যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার হিসাবে শুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এদিকে সোমবার সকালে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) নবলোকের পক্ষ থেকে নবাগত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা আক্তারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এসময় নবলোকের কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর ও নবলোকের সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পি হুসাইন উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা আক্তার নবলোকের সমন্বিত কৃষি ইউনিটের সার্বিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার আশ্বাস দেন।