কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আগামী ২রা, সেপ্টেম্বর পশ্চিম বাংলা তৃনমূল দলের পক্ষ দিল্লিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী এম পি। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও একশত দিনের কাজ বন্ধ করার প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি। এই কর্মসূচি পালন উপলক্ষে পশ্চিম বাংলা র বিভিন্ন জেলায় তার প্রস্তুতি নিতে শুরু করেছে তৃনমূল দলের নেতৃত্ব। আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর গণস্বাস্থ্য ও কারিগরী সহায়তায় এর কর্মচারী কর্মধক্ষ্য এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা মানবেন্দ্র মন্ডল এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলাম উপস্থিতিতে আজকের একটি বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মধক্ষ্যরা এবং মগরাহাট পশ্চিমের ১১টি, অঞ্চলের প্রধান ও উপপ্রধানরা। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন উস্তি অঞ্চলের প্রধান জৌন্সা হাজরা এবং উস্তি অঞ্চলের তৃনমূল দলের অন্যতম নেতা ও উপপ্রধান মিকাইল মোল্লা। এবং হরিহরপুর অঞ্চলের প্রধান রাইহান লস্কর এবং কালিকাপোতা অঞ্চলের প্রধান এবং উপপ্রধান সাদেক লস্কর সহ বিভিন্ন অঞ্চলের তৃনমূল দলের নেতৃত্বরা।