স্টাফ রিপোর্টারঃ
খুলনায় কেএমপির নবাগত পুলিশ কমিশনার আজ রবিবার বেলা ১টায় কেএমপি’র সম্মেলন কক্ষে খুলনার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম (বার) পিপিএম পুলিশ কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনা।
এ সময় আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি। এছাড়া অন্যান্য সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ তরিকুল ইসলাম ব্যুরো প্রধান এখন টেলিভিশন খুলনা। অনুষ্ঠান শেষে সভাপতি কেএমপি কমিশনার তার বক্তব্যে বলেন খুলনাতে কোন অবৈধ ইজিবাইক চালবেনা। এবং খুলনাতে নতুন করে আবারও ট্রাফিক সিগনাল বাতি স্থাপন করা হবে সেই সাথে তিনি আরো বলেন মাদক খুলনা থেকে নির্মূল করবোই এটাই আমার প্রতিশ্রুতি।