Wednesday, February 5, 2025

কৃষি উন্নয়ন ও কৃষকদের ভাগ্যন্নোয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য 

Date:

Share post:

নূরুল হক,মণিরামপুর প্রতিনিধি:

‘কৃষিক্ষেত্রে উন্নয়ন ও কৃষকদের ভাগ্যন্নোয়নে জননেত্রী শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষকদের সহায়তায় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতিসহ সামগ্রিক অগ্রযাত্রার দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু স্বাধীনতা বিরোধী সম্প্রদায় ও গণতন্ত্র বিরোধী চক্র আবারও নানাভাবে মাথাচড়া দিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থেকে এর মোকাবেলার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে আবারও নৌকায় ভোট দিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে।’

নেহালপুর ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে শুক্রবার বিকেলে ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

শুক্রবার বিকেলে উপজেলার টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মণিরামপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস,এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

উপজেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মাষ্টার মৃত্যুঞ্জয়ী বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর আজিম, সুমন দাস, উপজেলা যুবলীগনেতা গাজী আসাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় শংকর, ছাত্রলীগের সভাপতি লিটনসহ স্থানীয় আওয়ামীলীগ, কৃষকলীগ ও দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে মোশাররফ হোসেনকে পুনরায় সভাপতি ও শংকর বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালিয়াকৈরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আরিফা হক গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল...

ঝিকরগাছায় তাফসীরুল কোরআন মাহফিলে হাফেজদের পাগড়ি প্রদান

সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে হাফেজদের পাগড়ি প্রদান করা হয়েছে।মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বর্ণি...

বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবি’র অ’ভিযানে ভারতীয় পণ্য ও মা’দকসহ আ’টক-১

সাইবুর রহমান সুমন, বেনাপোল : যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে অভিনব কায়দায় বহনকৃত ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ...

কালীগঞ্জে ভোট দিতে এসে মোটর শ্রমিকের  মৃ’ত্যু

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ভোট দিতে এসে নুর ইসলাম সজল নামে এক মোটর শ্রমিক মারা গেছেন। নিহত...