Thursday, January 23, 2025

কৃষকরাই দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি -এলজিইআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

Date:

Share post:

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: 

‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছিলেন-এদেশের কৃষকরাই দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি। সেই কৃষক যেন কখনও অবহেলিত বা নির্যাতিত না হয়-সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বৃটিশ বিরোধী আন্দোলন, তে-ভাগা আন্দোলন শুরু হয়েছিল মুলত কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। যে আন্দোলনের তীব্রতার কারণে বৃটিশরা বাংলা তথা ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়েছিল। তাই বঙ্গবন্ধু নিজ হাতে বাংলাদেশ কৃষকলীগ গঠন করেছিলেন।’ শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ কৃষকলীগ মণিরামপুর উপজেলা শাখার আয়োজনে কৃষকলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকলীগের সহসভাপতি আব্দুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকলীগের এ কর্মীসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন, ‘কোন ধনীর দুলাল-দুলালী মহান মুক্তিযুদ্ধ করতে যায়নি। এই কৃষক শ্রেণি ও তাদের সন্তানেরা মাতৃভুমি রক্ষায় এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং সব কিছুর আগেই আমাদের কৃষকের কথা হবে। বাঙ্গালী জাতি তাদের অধিকারের কথা ভাবতে গেলে আগে কৃষকের কথা ভাবতে হবে। সুদখোররা যেন কৃষকের উপর আধিপত্য বিস্তার করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমদুল হাসান, যশোর জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামছুর রহমান, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোশাররফ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা কৃষক লীগের সহসভাপতি রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলম, আনোয়ারুল ইসলাম, শেখ আসাদুজ্জামান আসাদ, মৎস ও প্রাণি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক তবিবুর রহমান খান, জেলা কৃষকলীগের নির্বাহী সদস্য মোস্তফা কামাল, মিনা পারভীন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র কামরুজ্জামান কামরুল, আওয়ামীলীগনেতা অজিত ঘোষ, এলজিইআরডি প্রতিমন্ত্রীর এপিএস কবির খান, যুবলীগনেতা আসাদুজ্জামান আসাদ, প্রভাষক মামুন অর রশিদ জুয়েলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এর আগে এদিন সকাল ১০টায় একই স্থানে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্পের আওতায় মণিরামপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা উপকরণ বিতরণ ছাড়াও ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ উন্নয়ন সহায়তার অংশ হিসেবে ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান এবং বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য (এমপি)। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলী হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে পানিতে ডুবে শি’শুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর মধ্যপাড়ার তৈনুর বিশ্বাসের ১১ বছরের ছেলে এবং মরহুম আব্দুল হাই বিশ্বাসের...

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর ঘোষণা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার চালু 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ  তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর বঙ্গের আলিপুরদুয়ার...

গোদাগাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মাসুদ আলম, ব্যুরো চিফ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

রৌমারী বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান রঞ্জু

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বিশেষ এক জরিপে একধাপ এগিয়ে রয়েছেন ৮০...