প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৪, ১১:২৬ অপরাহ্ণ
কৃষকদের জন্য পানি স্যালাইন নিয়ে ফসলের মাঠে সোনিয়া বেগম
এমদাদুল হক উপজেলা প্রতিনিধিঃ মনিরামপুর যশোর মনিরামপুরে তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে। সেই সঙ্গে গরমের কারণে বাড়ছে হিটস্ট্রোকের ঝুঁকি। এই দাবদাহ ও প্রখর রোদের মধ্যেই মনিরামপুরের বিভিন্ন মাঠে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা। মাঠে কাজ করা এই কৃষক শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য মোছাঃ সোনিয়া বেগম। তিনি কৃষকদের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন ঠান্ডা পানি ও খাবার স্যালাইন এমন ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ,সোনিয়া বেগম। রবিবার (২৮ এপ্রিল) মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া, জয়পুর, ব্রাহ্মণডাঙ্গা,ও ভবানীপুর গ্রামের মাঠে ধান কাটতে থাকা কৃষকদের মাঝে শতাধিক বোতল যাত করা খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন সোনিয়া বেগম । প্রখর রোদে ঘাম ঝরানো পরিশ্রমের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে স্বস্তির হাসি ফোটে কৃষকের মুখে। কৃষক দবির মোল্লা, বলেন, ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। রোদের মধ্যে কাজ করলে শরীর থেকে অনেক ঘাম ঝরে । কাজ করার শক্তি থাকে না। পানি আর স্যালাইন খেয়ে একটু শান্তি পেলাম। শুকুর হোসেন, নামের আরেক কৃষক বলেন, যেকোনো মুহূর্তে বৃষ্টি হলে ধান নষ্ট হয়ে যাবে। এজন্য কড়া রোদেও ধান কাটতে হচ্ছে। তার দেওয়া স্যালাইন পানি খেয়ে শরীর সতেজ লাগছে। কাজ করার শক্তি ফিরে পেয়েছি
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com