মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাছায়কৃত কর্মীদের নিয়ে কর্মী টিএস অনুষ্ঠিত হয়।
শনিবার (০৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি:) সকাল ৯:০০ টায় মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমিতে রাজশাহী জেলা পশ্চিমের আয়োজনে গোদাগাড়ী উপজেলার বাছাইকৃত কর্মীদেরকে নিয়ে কর্মী টিএস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মজিবুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ও গোদাগাড়ী তানোর -১ আসনের সাবেক এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল খালেক, আমীর, রাজশাহী জেলা পশ্চিম, ড. মো: ওবায়দুল্লাহ সহ: সেক্রেটারি জেলা পশ্চিম ।
প্রধান আলোচোক হিসাবে উপস্থিত ছিলেন মো: সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সভাপতিত্ব করেন, মো: রমজান আলী, সভাপতি জেলা পশ্চিম, সেক্রেটারি মোঃ ইলিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন কোরআনের আইন ছাড়া মানুষের শান্তি হবে না ।
তাই যুব সমাজকে কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনার করার জন্য আহ্বান জানান। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।