স্টাফ রিপোর্টার:
যশোরের কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার বেলা ১১ টার সময় বিদ্যালয় চত্বরে এই বই বিতরণ করা হয়।
মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের উপস্থিতিতে ৮৫ জন শিক্ষার্থীদের মাঝে বাংলা, ইংরাজি ও গণিত বই বিতরণ করা হয়। বই বিতরণ কালে প্রধান শিক্ষক মহিউদ্দিন গাজী বলেন, বিদ্যালয়ে শুধু সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বই এসেছে। সেই বইগুলো নতুন বছরে ৮৫ জন শিক্ষার্থীদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। অন্যান্য ক্লাসের বই গুলো বিদ্যালয় আসলে সেগুলো সকল শিক্ষার্থীর মাঝে বিতরণ করবো বলে জানান।
নতুন বই বিতরণ কালে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন গাজী, অভিভাবক সদস্য মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় সহকারী শিক্ষক কালিদাস চক্রবর্তী, রওশনারা খাতুন, ইনুস আলী, জিয়াউর রহমান, সুরাইয়া পারভীন, প্রদীপ রায় আজিম উদ্দিন শিরিন সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।