কুয়াদা বাতানবাড়ী মহাশ্মশান মন্দির এর ঘরের ছাদ ঢালাই শুভ উদ্বোধন 

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 weeks ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোরে কুয়াদা বাতানবাড়ীর আনঞ্চলিক মহাশ্মশানে বান্তি পূজা মন্দির ঘরের ছাদ ঢালাই শুভ উদ্বোধন করা হয়েছে।

২১ ই নভেম্বর বৃহস্পতিবার সকালে বাতানবাড়ী মহাশ্মশানে মন্দির ঘরের এই ছাদ ঢালাই শুভ উদ্ধোধন করা হয়। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, কমিিটির সভাপতি রাম পাল, সহ- সভাপতি কালাই লাল দাস, বিমল দাস, সাধারণ সম্পাদক অসীম দত্ত, যুগ্ন সম্পাদক বিশ্বজিৎ পাল, সদস্য কৃষ্ণ বিন লক্ষন বিশ্বাস, মধু দত্ত, তরু দত্ত, সাধন দত্ত, বিদ্যুৎ সাহাসহ নেতৃবৃন্দ ।

সভাপতি রাম পাল বলেন, বহু বছর পরে এই বাতানবাড়ীর আঞ্চলিক মহাশ্মশানে কোন পূজা মন্দির না থাকার কারণে জনগণের পূজা বিভ্রান্তি হওয়ার জন্য আমরা নতুন কমিটির নেতৃবৃন্দরা উদ্দ্যোগে নিয়েছি এই ঘরটি নির্মাণ করছি।

সম্পাদক অসীম দত্ত বলেন, মহাশ্মশান প্রায় ২০ বছর ধরে পূজারীরা এখানে ঘর না থাকায় এলাকার মা বোনেরা খোলা মেলায় কালী গাছ তলায় পূজা করতে অসুবিধা মনে করেন। তাই বর্তমান নতুন কমিটির উদ্দ্যোগেএবং সকলের সহযোগীতায় মন্দিরে ঘরটি তৈরি করা হচ্ছে। আর যাতে পূজারীদের পূজা করতে কোন অসুবিধা না হয়।

error: Content is protected !!