প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
কুয়াদা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা
যশোরের কুয়াদা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের ভোজগতি গ্রামের মৃত রহিম বক্সের ছেলে সোবহান বক্স (৬০), তার মাঠের জমি থেকে গভীর পুকুর কেটে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ইট ভাটায় মাটি বিক্রি করে আসছিল।
তারই ধারাবাহিকতায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে কুয়াদা বাজারে সকল ব্যবসায়ীরা মাটি ভর্তি ৩'টি ট্রাক আটকে রেখে তারা বাজারে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে ব্যবসায়ীরা মনিরামপুর থানা পুলিশকে বিষয়টি জানালে তাৎক্ষণিক এস আই হাসান আলীসহ ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিনি ব্যর্থ হন। পরে বেলা ১২টার দিকে মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নিয়াজ মাখদুদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি তাৎক্ষণিক বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০ এর ২৯১ ধারার মতে মামলা দিয়ে ভোজগাতি গ্রামের মৃত রহিম বক্সের ছেলে সোবহান বক্সকে (৬০) ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং বাজারের উপর দিয়ে ফিটনেস বিহীন অবৈধ মাটি ভর্তির ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com