স্টাফ রিপোর্টার:
যশোরে কুয়াদা দীর্ঘ ১৭ বছর মেইন সড়ক হইতে ৮৫০ মিটার ডহরসিংঙ্গা মনা স্যারের বাডীর পযর্ন্ত সংযোগ সড়কটি পাকাকরণ করা হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাতে এই সংযোগ সড়কটি পাকাকরণ করা হয়।
জানাযায় যশোরে কুয়াদা বাজার মেইন রাস্তার হইতে দীর্ঘ ১৭ বছর পর অবশেষে ৮৫০ মিটার ডহরসিংঙ্গা মনা স্যার এর বাড়ী পযর্ন্ত রাস্তা পাকাকরণ করা হয়েছে।
এই বিষয় স্থানীয় ইন্তাজ গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর অবলিত থাকার পর অবশেষে চুকনগর মহাসড়ক হইতে ৮৫০ মিটার ডহরসিংগা মনা মাস্টার বাড়ি পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করা হয়।
দীর্ঘ ১৭ বছর ধরে আমরা এই সড়ক দিয়ে চলাচল করতে অনেক বিঘ্ন ঘটছিল। বর্তমানে সড়কটি কিছুটা পাকাকরণের কারণে জনগণ চলাচলের দুর্ভোগ লাগভ হয়েছে।