প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৪, ১০:০৬ পি.এম
কুয়াদা দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসার মাঠে সেনা সদস্য রাকিবুল হাসানের জানাজা অনুষ্ঠিত
![](https://newsbdjournalist24.com/wp-content/uploads/2024/04/IMG_20240412_191549-scaled.jpg)
যশোর সদরে কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোহরাব হোসেনের ছেলে সেনা সদস্য রাকিবুল হাসান (২৩) দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসার মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মাগরীব বাদ কুয়াদা বাজুডাঙ্গা দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসার মাঠে এ মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় বৃহস্পতিবার ঈদের নামাজের পর আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় মণিরামপুর মহাসড়কে ৮ মাইল জামতলা নামকস্থানে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থানে নিহত হয়। মৃত্যুকালে তিনি পিতা মাতা এক বোনসহ অনেক কিছু রেখে যান। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন নাহিদ হাসান নাবিলসহ সঙ্গীয় ফোর্স। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ১১ রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, ৩ নং ভোজগাতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মনিরামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গায় থেকে আসা মুসল্লিগণসহ স্থানীয় মুসল্লিগণেরা উপস্থিত ছিলেন।
মরহুমের নামাজে জানাজার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম ও তপধনির শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
![](https://newsbdjournalist24.com/wp-content/uploads/2024/04/IMG_20240412_190339-300x168.jpg)
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।