কুয়াদা তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড স্বাস্থ্য সেবার বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
এম ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টারঃ
"প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম" এই স্লোগানকে সামনে রেখে কুয়াদায় তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড অফিস কক্ষে স্বাস্থ্য সেবা বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ০৯ই এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় তিয়ানশি অফিস কক্ষে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড এর ৭ স্টার ডিস্ট্রিবিউটার পলাশ কুমার দাস এর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি, তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড এর ৮ স্টার ডিস্ট্রিবিউটার জনাব মোঃ আব্দুল গফুর। ৭ স্টার ডিস্ট্রিবিউটার হাফেজ আশরাফ আলী, ৭ স্টার ডিস্ট্রিবিউটার মোঃ জামাল হোসেন, স্বাস্থ্য সেবায় বিষয় নিয়ে আলোচনা করেন, ৬ স্টার ডিস্ট্রিবিউটার মোঃ রাজু হোসেন সহ অনুষ্ঠানে উপস্থিত তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের ডিস্ট্রিবিউটার বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড এর ৮ স্টার ডিস্ট্রিবিউটার কোম্পানির বিভিন্ন স্বাস্থ্য সেবা ও পণ্য বিষয় নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করে। তিনি আরো বলেন সর্বপ্রথম কোম্পানির পণ্য কোম্পানি ডিস্ট্রিবিউটার এই পণ্য ক্রয় করে নিজেরাই ব্যবহার করেন এবং এই পণ্যের ক্ষমতা গুণাবলী কেমন নিজের উপভোগ করে পরে জনগণের পাশে দাঁড়াও এবং এই তিয়ানশি কোম্পানির পণ্যে ধারণ ক্ষমতা এর গুণাবলী বিষয় নিয়ে আলোচনা করে তিয়ানশি কোম্পানির পণ্য ক্রয় করুন এবং সেবনের মাধ্যমে সুস্থ থাকুন। তিনি আরো বলেন, এই পণ্য সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিও শারীরিক দুর্বলতা হ্রাস। শরীরের জৈব বিদ্যুত ও চৌম্বকীয় ক্ষেত্রের ভারসম্য নিয়ন্ত্রণ করে। তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি ব্যবসায়িক নেতৃত্ব ও মানব জাতির স্বাস্থ্য সেবায় অবদানের জন্য বিশ্বব্যাপী পরিচিত লাভ করেছেন।