কুয়াদায় রাতের আঁধারে  হাজার ও গোলাপ ফুলের চারা কীট’নাশ’ক দিয়ে পু’ড়িয়ে দিছে দু’র্বৃত্ত’রা

লেখক: এম, ওয়াজেদ আলী
প্রকাশ: 3 days ago

স্টাফ রিপোর্টার:

কুয়াদায় নার্সারি মালিকের স্বপ্ন ধুলিসাৎ করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার  (৩১ ডিসেম্বর ) গভীর  রাতের কোন এক সময় উপজেলার মনিরামপুর ভোজগাতী  ইউনিয়নের জামজামি  নামক স্থানে প্রায় ২লক্ষ টাকার গোলাপ ফুলের চারা কীটনাশক স্প্রে করে পুড়িয়ে  দিয়েছে দুষ্কৃতিকারীরা।

ক্ষতিগ্রস্ত নার্সারি মালিক  মিজানুর রহমান তিনি যশোর সদর উপজেলার রামনগর  ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি । ক্ষতিগ্রস্ত নার্সারি মালিক মিজানুর রহমান অভিযোগ করে বলেন, আমার সব কিছু শেষ, ধার দেনা করে,, আমি গোলাপের চারা বানিয়েছিলাম কলম ও দিয়েছিলাম এখন শুধু বিক্রির জন্য উপযুক্ত করা হয়েছিল। ওই চারা গুলো বিক্রির জন্য অনেক ব্যক্তির কাছ থেকে অগ্রিম টাকাও নিয়ে রেখেছেন ।

কিন্তু মঙ্গলবার  রাতের কোনো এক সময় কে বা কারা  ওই চারা গুলো কীটনাশক তেল স্প্রে করে  পুড়িয়ে  দিয়েছে। অগ্রিম নেয়া টাকা কিভাবে ফেরৎ দেবেন এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আমি । এ ঘটনার পর তিনি অসহায় হয়ে পড়েছেন। দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। জামজামি ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুর রহমান ডিউটির কাছে জানতে চাইলে তিনি বলেন, সকালে ঘটনার বিষয় আমি শুনেছি এই ঘটনার বিষয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা চলছে। তবে একই রাতে বদিয়ার  রহমানের  নার্সারিতে রাতের অন্ধকারে কে বা কারা গোলাপের চারা পা দিয়ে  নষ্ট করে ফেলেছে।

এ ঘটনায় নার্সারি ব্যবসায়ীদের  মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনার বিষয় নার্সারি ব্যবসায়ী মিজানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনার বিষয় এখনো থানায়  কোন অভিযোগ দেওয়া হয়নি।

error: Content is protected !!