কুয়াদায় বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে আ’লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
যশোরের কুয়াদা বাজারে বিএনপির ডাকা হরতাল প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুয়াদা বাজারে রামনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও ভোজগাতি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এই শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোর সদর ও মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী কুয়াদা বাজারে ১১ নং রামনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ হাসান লাইফ এবং ০৩ নং ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এক বিশাল মিছিল কুয়াদা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয। মিছিল শেষে  বাসস্ট্যান্ডে একটি সংক্ষিপ্ত শান্তি সমাবেশ এর আয়োজন করা হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, রামনগর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ বক্তব্য বলেন সারাদেশে জামাত বিএনপি নৈরাজ্য এবং অবৈধ হরতালের প্রতিবাদে পথ সভা ও আমাদের এ বিক্ষোভ মিছিল। জামাত বিএনপি আসন্ন সংসদ নির্বাচন বানচাল করার পায়তারা করছে। সবাই ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এসব নৈরাজ্যকারী শক্তিকে প্রতিহত করতে হবে। মনিরামপুর উপজেলার ৩ নং ভোজগাতী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বক্তব্য বলেন, দেশে জামাত বিএনপি নৈরাজ্য ও অবৈধভাবে হরতাল ডেকেছে আমরা এ হরতালকে প্রত্যাখ্যান করছি। ভবিষ্যতে সরকার যদি যেকোনো ষড়যন্ত্র কে আমরা কঠোর হাতে দমন করব। সেই সাথে সকলকে আহবান করব আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা বহাল রাখবেন। যেখানেই বিএনপি যেখানেই জামাত, সেখানেই তাদের প্রতিহত করুন কোন ছাড় দেওয়া চলবে না। আমরা আওয়ামী লীগ পরিবার সকলে একত্রিত হয়ে চললে কেউ আমাদের কোন ক্ষতি করতে পারবেনা তাই সকলের কাছে আমার অনুরোধ দলের স্বার্থে দেশের স্বার্থে দ্বিধাদ্বন্দ ভুলে সকলকে একযোগে নৌকার বিজয় কাজ করে যেতে হবে।
error: Content is protected !!