যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকায এবং অনলাইন নিউজ বিডি জার্নালিষ্টে গত ২০ নভেম্বর টেন্ডার ছাড়াই ২ লাখ টাকার গাছ ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
তার পর বুধবার আনুমানিক বিকাল ৩ টার দিকে যশোর জেলা পরিষদের এম এ মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, যশোরের কুয়াদা বাজার সংলগ্ন ঢাকুরিয়া পাকা রোডের দুই পাশে জেলা পরিষদের কাছ থেকে আল কারিম ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এক কিলোমিটার জমি লিজ নিয়ে গাছ লাগান। সেখান থেকে জেলা পরিষদের কোন অনুমতি না নিয়ে ১০-১২ টি গাছ স্থানীয় জামজামি গ্রামের হাসান সরদারের জামাই আলতাফ হোসেন নামের এক ব্যক্তি প্রায় ২/৩ লাখ টাকার গাছ মাত্র ৫৫ হাজার টাকায় বিক্রি করেছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, সরকারি গাছ কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে আলতাফ হোসেন নামের ওই ব্যক্তি কিভাবে গাছ বিক্রি করল এমন প্রশ্নই জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে রব্বানী নামের স্থানীয় এক ব্যক্তি জানান, আমরা রাস্তার পাশের জমির মালিক গাছ বিক্রি করার সময় বাধা দিলে আলতাফ হোসেন নামের ওই ব্যক্তি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেন এবং আমাদের বলেন আমি গাছ বিক্রি করব পারলে আপনারা ঠেকান।
এ বিষয়ে যশোর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, আমাদের কাছ থেকে কোন অনুমতি ছাড়াই অভিযুক্ত আলতাফ হোসেন নামের এক ব্যক্তি গাছগুলি বিক্রি করেছেন বলে আমরা তদন্তে জানতে পেরেছি।
তিনি আরও বলেন বেআইনি ভাবে গাছগুলি বিক্রি করার অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান।