কুয়াদায় টেন্ডার ছাড়াই ২ লাখ টাকার গাছ  ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ 

লেখক: এম, ওয়াজেদ আলী
প্রকাশ: 2 days ago

স্টাফ রিপোর্টার:
যশোরের কুয়াদা বাজার সংলগ্ন ঢাকুরিয়া  রোডে পাকা রাস্তার দুই পাশে ১০/১২ টি মেহগনি ও বাবলা গাছ কোন টেন্ডার ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য আলতাফ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
সে ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামের হাসান সরদারের জামাই। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার যশোরের  কুয়াদা বাজার সংলগ্ন ঢাকুরিয়া রোডে পাকা রাস্তার দুইপাশে ১০-১২ টি মেহগনি ও বাবলা গাছ টেন্ডার ছাড়া বিক্রির অভিযোগ উঠেছে, স্থানীয় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য আলতাফ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। এলাকাবাসী ক্ষোভের সাথে জানান, কে এই আলতাফ ? সে কিভাবে এই গাছ বিক্রি করে তার কি দেখার কেউ নেই। এ নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা ঝড় বইছে।
প্রশ্ন উঠেছে এই ধুরন্ধর ব্যক্তির খুঁটির জোর কোথায়? উল্লেখ্য, সেখান থেকে আরও গাছ বিক্রির পায়তারা চলছে বলে ও একাধিক সূত্র জানিয়েছে। এ বিষয়ে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানান আমি এখনই লোক পাঠাচ্ছি কিন্তু প্রশাসনের পক্ষে স্পটে এখনো পর্যন্ত কোন লোক আসেনি বলে জানা যায়।
error: Content is protected !!