কুয়াদায় ঈদে ঘুরতে এসে প্রেমিক মারধরের শিকার প্রেমিকাকে শ্লীলতাহানি দুই যুবক আটক

লেখক: Rakib hossain
প্রকাশ: 7 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের মণিরামপুর উপজেলা কুয়াদায় ঈদে প্রেমিকাকে নিয়ে ঘুরতে এসে বখাটে দুই যুবকের হাতে মারধরের শিকার প্রেমিক  এসময় প্রেমিকা ওই নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কুয়াদা জামজামি এলাকায় ফাঁকা মাঠে এই ঘটনা ঘটেছে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম প্রেমিক প্রেমিকাকে উদ্ধার করেছে। এসময় পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন, ভোজগাতী গ্রামের মতিয়ার রহমানের ছেলে মখলেসুর রহমান (৩৮) ও একই গ্রামের ইমান আলীর ছেলে পারভেজ হোসেন (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে অভয়নগরের এক যুবক সাথে করে এক নারীকে নিয়ে জামজামি মাঠে ঘুরতে আসেন। শুনেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। তাঁরা দুইজন রাস্তার পাশে বসে কথা বলছিলেন। এসময় দুই সহযোগীকে নিয়ে সেখানে যায় মখলেছ ও পারভেজ। তারা ঘুরতে আসা ছেলেটাকে মারপিট করে মেয়েটাকে টেনে হিঁচড়ে রাস্তার পাশে বাগানে নিয়ে শ্লীলতাহানি করে। মাঠে থাকা লোকজন বলেন, এসময় মেয়েটা চিৎকার দিলে আমরা ছুটে আসি। ঈদে ঘুরতে আসা দুইজনের কাছে মখলেছ ও পারভেজ তাঁদের কাছে থাকাসব জিনিসপত্র টাকা পয়সা দিয়ে রক্ষা পেতে চাইলে মখলেছ তাঁদের কাছে এক লাখ টাকা দাবি করে। এক পর্যায়ে মখলেছ ছুরি বের করে ছেলেটাকে আঘাত করতে উদ্ধত হয়। ঘটনা টের পেয়ে মাঠের লোকজন ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানায়। পরে এই ঘটনার সংবাদ পেয়ে পুলিশ এসে ঘটনা স্থান থেকে মখলেছ ও পারভেজকে আটক করে।
এই ঘটনার বিষয় ভোজগাতী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আটক মখলেছ ও পারভেজ মেয়েটাকে টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করেছে। মেয়েটির সাথে থাকা ছেলেটাকে মারপিট করেছে। মেয়েটা পুলিশকে সব ঘটনা খুলে বলেছে। চেয়ারম্যান আরো বলেন, মখলেজ ও পারভেজ এলাকায় মাদকসহ বহু অপকর্মের সাথে জড়িত। তারা পারে না এমন কোন খারাপ কাজ নেই। এই ঘটনার বিষয় মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাঁরা এখনো ফিরে আসেনি।
ঘটনার বিষয জানতে চাইলে তিনি আরও বলেন, দুই ব্যত্তিকে আটক করে থানায় নিয়ে আনা হয়েছে। তবে এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলে জানান।
error: Content is protected !!