চট্রগ্রাম বিভাগীয় প্রধান:
কুমিল্লার বরুড়া উপজেলায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী।
নিহত খাদিজা আক্তার (১৩) ওই গ্রামের হাওলাদার বাড়ির জুলহাস মিয়ার মেয়ে।
সে নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আটকের নাম খুরশিদা বেগম।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সৈয়দ আহমেদ বাবলু বলেন, “সকালে বাড়িতে খুরশিদা ও তার মেয়ে খাদিজা ছাড়া কেউ ছিলেন না।
হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় খাদিজা পড়ে আছে।
তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন ছিল।
পাশে পড়ে ছিল রক্তমাখা কুড়ালও। তবে অজ্ঞান অবস্থায় ঘরে খুরশিদাকে পাওয়া যায়।
তিনি বলেন এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। তবে ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছাড়া কেউ ছিলেন। খুরশিদা মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়দের দাবি।
বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিকালে ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, “খুরশিদাকে আমাদের হেফাজতে রেখে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই নারী নিজেই তার মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।