প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৪:৩২ অপরাহ্ণ
কুড়িগ্রাম পুলিশ লাইন্সে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সনদ প্রদান
আরিফুল ইসলাম আরিফ কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলসেডে সকাল ১১টায় পুলিশ লাইন্স স্কুলে নর্থ লাইন এসোসিয়েট লিমিটেডের উদ্যোগে ২০২২সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সনদ প্রদান অনুষ্ঠান সমবেত কন্ঠে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে সূচনা করা হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সনদ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর নর্থ লাইন এ্যাসোসিয়েটের চেয়ারম্যান মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর নর্থ লাইন এ্যাসোসিয়েটের মহাসচিব মোঃ শায়খুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন রংপুর নর্থ লাইন এ্যাসোসিয়েটের নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাহী পরিচালক কুড়িগ্রাম মাল্টিমিডিয়া মডেল স্কুলের মোঃ মুকুল মিয়া, রাজারহাট নতুন-কুড়ি জুনিয়র স্কুলের পরিচালক মোঃ আসাদুজ্জামান রাজু, কুড়িগ্রাম শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ জামিনুল ইসলামসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অবিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শামসুল আলম।
এছাড়াও জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবীসহ জেলা পুলিশের অন্যন্য সদস্যবৃন্দ।
উক্ত নর্থ লাইন এসোসিয়েটস লিমিটেডের উদ্যোগে ২০২২সালের বৃত্তির আওতায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের ১৪জন, শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুল ৭৯জন, নতুন কুড়ি জুনিয়র স্কুল ৯জন, সোনামণি প্রি ক্যাডেট স্কুল ২৮জন, ঐশি প্রি ক্যাডেট স্কুল ১০জন, কনফিডেন্সে প্রি ক্যাডেট স্কুল ৯জন, চাইল্ড কেয়ার প্রি ক্যাডেট স্কুল ৪জন, তাদবিরাতুল আরাবি মাদ্রাসা ২জন, মডার্ন প্রি ক্যাডেট স্কুল ৫জন, ড্যাফোডিল স্কুল ৪জন, রেনেসা প্রি ক্যাডেট স্কুল ৮জন, ধরলা স্কুলের ৫জন, সিপিএইচডি আইডিয়াল স্কুল ১৩জন, হলি চাইল্ড ইসলামিক স্কুল ৫জন ও প্রগতি প্রি ক্যাডেট স্কুল ১০জনসহ মোট ২২১জন শিক্ষার্থীদের মাঝে অর্থ ও সনদ বিতরণ করা হয় এবং এই ধারা অব্যহত থাকবে মর্মে নর্থ লাইন এসোসিয়েটস লিমিটেড কর্তৃপক্ষ সকলকে আশ্বস্ত করেন।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলসেডে সকাল ১১টায় পুলিশ লাইন্স স্কুলে নর্থ লাইন এসোসিয়েট লিমিটেডের উদ্যোগে ২০২২সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ২২১জন কে অর্থ ও সনদ প্রদান অনুষ্ঠান সমবেত কন্ঠে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে সূচনা করা হয়েছে। রংপুর নর্থ লাইন এ্যাসোসিয়েটের চেয়ারম্যান এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com