কুড়িগ্রামে ২ কেজি গাঁজাসহ ২ জন কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

আরিফুল ইসলাম আরিফ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৪ অক্টোবর ২০২৩ তারিখ সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ধরলা ব্রীজ এর উপর হতে ০২ কেজি গাঁজাসহ রাজশাহী জেলার বাঘা থানা এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ মিলন হোসেন (৩৮) ও মোঃ সুমন আলী (২২) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

error: Content is protected !!