কিশোরকন্ঠ পাঠক ফোরাম ইসলামপুর থানা শাখার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 months ago

জাবির আহম্মেদ জিহাদ:

পড়াশুনায় নয়তো ক্বাযা
অবসরে খেলাধুলায়,
শরীর মন রাখবো তাজা!

এই স্লোগানকে সামনে রেখে, কিশোরকন্ঠ পাঠক ফোরাম ইসলামপুর থানা শাখা কর্তৃক আয়োজিত চিনাডুলী দক্ষিণ শাখা বনাম বেলগাছা ইউনিয়নের এক বিশাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকাল ৫ টায় ঐতিহ্যবাহী উলিয়া আলহাজ্ব মইজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

ফুটবল ম্যাচে শক্তিশালী দুইদলের মাঝে ট্রাইবেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন হন চিনাডুলী দক্ষিণ শাখা।

জাকজমক এই খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম জামালপুর জেলা শাখার চেয়ারম্যান জনাব আহমাদ সালমান।

সভাপতিত্ব করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম ইসলামপুর থানা শাখার চেয়ারম্যান মোঃ আহসান উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে আহমাদ সালমান বলেন,মূলত দুই দলই বিজয়ী, আসলে ট্রাইবেকারের বিজয়ী আসল বিজয়ী না। সবাই সমান তালে চেষ্টা করেছে।

তিনি আরো বলেন, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা হেরে গিয়েছেন তাদের মন খারাপ করার কিছু নেই। আপনারাই প্রথম গোল দিয়েছিলেন। এই হারা;আসলে হারা নয়। এর থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম জামালপুর জেলার উপদেষ্টা নাঈম ইসলাম, ইসলামপুর থানা শাখার ভাইস চেয়ারম্যান জুনায়েদ আল হাবিব জিহাদ, বেলগাছা ইউনিয়নের পরিচালক সাব্বির হোসেন, চিনাডুলী দ: শাখার পরিচালক আরিফুল ইসলাম,দিসাসের পরিচালক দেলোয়ার হোসেন সহ প্রমুখ।

উল্লেখ্য, কিশোর কন্ঠ ১৯৮৪ সাল থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এই পত্রিকাটি সরকারি রেজিস্ট্রেশন হয় ২০০২ সালে। এখন বাংলাদেশের সর্বাধিক প্রচারিত শিশু কিশোর মাসিক পত্রিকা হিসেবে এটি স্থান পেয়েছে।

error: Content is protected !!