রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
মছদ্দর আলী প্রকৃত মুক্তিযোদ্ধা হলে ও নেই কোন তালিকায় নাম বগুড়ায় গুলিবিদ্ধ সোকেন মানবতার জীবন যাপন করছে দেখার কেউ নেই ভাঙা পা নিয়েই অটো ভ্যান চালাচ্ছেন রাশেদ শার্শায় নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার ইসলামপুরে শিবিরের সুধী ও জননশক্তি সমাবেশ অনুষ্ঠিত  একটি গাভীর তিনটি বাছুরের জন্ম কুরআনের আইন ছাড়া মানুষের শান্তি হবে না রৌমারীতে ওলামা-মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হবিগঞ্জের আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত রাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ যশোরে কুয়াদায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত হবিগঞ্জে হত্যা ও নাশকতার মামলায় ২জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩ তম মৃত্যুবার্ষিকী পালিত যশোরের রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ঝিকরগাছায় ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা ফুলবাড়ীতে শহীদি মার্চ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  রামনগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি  বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৩তম মৃত্যু বার্ষিকী আজ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে রামগজ্ঞের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাটগ্রামে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন রৌমারীতে সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক যশোরের পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে চাষিরা নড়াইলে কালিয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১২  সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার” নড়াইলে সড়কও জনপদ বিভাগের আওতায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু যশোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ দেশের মানুষ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে- এড. শহীদ মোহম্মদ ইকবাল হোসেন আজ সাতসকালে ছত্তিশগড়ে গভীর জঙ্গলে সি আর পি এফের গুলিতে খতম ৯ মাওবাদী দেশের আইনশৃঙ্খলার রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি

কালের বিবর্তনে ভাটি পূজার প্রচলন দিন দিন কমে যাচ্ছে 

উপজেলা / জেলা-প্রতিনিধি / ২৩ বার পড়া হয়েছে
সময় রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

স্বীকৃতি বিশ্বাসঃ

হিন্দুদের আদি দেব দেবাদিদেব মহেশ্বর। সৃষ্টি,স্থিতি ও বিনাশের কর্তা শিবকে উপলক্ষ করে হিন্দুরা লৌকিক ভাটি পুজো উদযাপন করেন।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় বৃহত্তর যশোর-খুলনা, বরিশাল-ফরিদপুর অঞ্চলের মানুষ ভাটি পুজো করে। মূলত ভাটি অঞ্চলের পুজো বলেই একে ভাটি পুজো বলা হয়।অঞ্চলের গার্হস্থ্য ব্রাহ্মণ, ক্ষৈত্রিয়, বৈশ্য,শূদ্র শ্রেণিভুক্ত নমঃশূদ্র, কাপালি, পুণ্ড্রক্ষত্রিয়, মুণ্ডা, ঋষি, বাগদী,বাইতি, বাওয়ালি, মাওয়াল, মাঝি, ঘোষ, কর্মকার, কুমার, ছুতার, নরসুন্দর প্রভৃতি পেশাজীবী মানুষের মধ্যে ভাটি পূজা হতে দেখা যায়।তবে কৃষিজীবী জনগোষ্ঠীর মধ্যে এই পুজোর প্রচলন বেশি।
মানুষেরা নিজেদের বসন্ত,ঘা-পাচড়া ও গৃহপলিত পশুর রোগ বালাই থেকে মুক্তির জন্য এই পূজা পালন করেন।

ভাটিপূজা মাতৃতান্ত্রিক সমাজের পুজো। এই পূজায় শিশু-কিশোর ও বয়ঃজ্যোষ্ঠ নারীদের অংশগ্রহণ বেশি লক্ষ করা গেলেও অনেক সময় পুরুষরাও অংশ গ্রহন করেন।

ভাটিপূজার উপাস্য দেবতা দেবাদিদেব মহাদেব। তবে দেবতার কোন বিগ্রহ থাকে না।হিন্দুদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিনি জীবের লালনপালন ও ত্রাণকর্তা।তিনি মানুষকে রোগবালাইসহ সকল প্রকার বিপদআপদ থেকে রক্ষা করে সৃষ্টিকে টিকিয়ে রাখেন।

এই পুজা সাধারণতঃ গ্রামের বারোয়ারি তলায় হয়। গ্রামের থান বা গ্রামের বাইরে কোনো গাছ তলায় এই পুজোর স্থান নির্ধারিত থাকে। একটি গাছকে কেন্দ্র করে এই পুজোর আনুষ্ঠানিকতা লক্ষ করা যায়। বট, পাকুড়, জিয়ল, নীম, কেওড়া প্রভৃতি গাছের নীচে ফাল্গুন সংক্রান্তিতে এই পুজা দেওয়া হয়। ফাল্গুন মাসের শেষ তিন দিন বিভিন্ন আচারের মাধ্যমে ভাটি পুজা শেষ হলেও বাস্তবে চৈত্রমাস ব্যাপি নানা আচার অনুষ্ঠান চলতে থাকে এবং চৈত্র সংক্রান্তী বা চড়ক পূজার মধ্য দিয়ে শিবের আরাধনা শেষ হয়।

এবছর যশোর জেলার অভয়নগর মনিরামপুর, কেশবপুর উপজেলার ভবদহ অধ্যুষিত এলাকায় গত ১২ মার্চ (২৮ ফাল্গুন) ভাটি পূজা শুরু হয়ে আজ ১৪ মার্চ(৩০ ফাল্গুন) সকালে পূজা ও অঞ্জলি প্রদানের মাধ্যমে পূজার অনুষ্ঠিকতা শেষ হয়েছে।

এর পর বাড়ির পুরুষরা গোয়ালের গরুগুলো পুকুরে নিয়ে গা ধোওয়ানো, ভাঁট পাতা দিয়ে গরুর শরীরকে পরিষ্কার করা,এরপর পূজা থেকে আনা তেল,জল,ফুল দিয়ে গুরুদের পূজা দেওয়া ও সন্ধ্যায় পাড়ার সবাই মিলে মাঙন করা চাল-ডাল-সব্জী দিয়ে খিচুড়ি রেঁধে খাওয়ার মধ্য দিয়ে পুরো কার্যক্রম শেষ হবে।

সকাল বেলা গ্রামের শিশুরা কুলায় করে পূজার বিভিন্ন উপাচার সাজিয়ে নিয়ে যায়। প্রথম দুইদিন উপাচারের মধ্যে থাকে কেবল নানা প্রকার ফুল। যেমন, ভাঁটফুল, মান্দার ফুল, নীলকণ্ঠ, কল্কে, কাঠগোলাপ, শিয়াল কাটা ইত্যাদি। কুলার উপর বুয়ো (পুইয়ে) গাছের পাতা বিছিয়ে তার উপর ফুল সাজিয়ে নেওয়া হয়। এর পর থানের গাছকে ঘিরে সকলে তাদের কুলা বৃত্তাকারে সাজিয়ে রাখে।
বট, পাকুড়, জিয়ল, নীম, কেওড়া প্রভৃতি গাছই ভাটি দেবতার আশ্রয়স্থল বলে স্বীকার করা হয়। এই দেবতার পুজায় পূজারীরা তাঁকে নানা প্রকার গালা-গাল দেন। তাদের ধারণা ভর্ৎসনার মাধ্যমে তাঁকে তুষ্ট করতে পারলে তার রোষ থেকে রক্ষা পাওয়া যাবে। প্রবীণরা একে একে শুরু করে গান।

হ্যাঁচড়া মাগীরে তোর ফ্যাচড়া চুল,
তাইতি দেবো আমরা ভাটির ফুল ॥
ভাটির ফুলি যদি না লাগে তোর মন
তাইতি দেবো আমরা মান্দার ফুল ॥
মান্দার ফুলি যদি না লাগে মন
তাইতি দেবো আমারা নীলকন্ঠ ফুল ॥
যদি না শুনিস আমার বোল
ছেড়বো আমি তোর মাথার চুল ॥
করবো তোরে ভাতার ছাড়া
ন্যাড়া মাথায় ঘুরবি পাড়া ॥
জ্বালবো আগুন তোর ঘরে
ঘা পাচড়া তুই নিবি পরে ॥

সমবেতভাবে কয়েকটি গান পরিবেশন করা হয়। এরপর একে একে কুলার ফুল গাছের গোড়ায় ঢেলে দেওয়া হয়। ফুল নিবেদনের পর শিশু-কিশোরেরা তাদের কুলা একটি লাঠি দিয়ে তালে তালে বাজাতে বাজাতে ঘরে ফেরে। এই পর আগামীকাল ভোরে ফুল তোলার নিমন্ত্রণ দিয়ে তারা ঘরে ফেরে। পরের দিন আবার যথানিয়মে আবার পুজো শুরু হয়। পুজোর শেষ অনুষ্ঠানিকতা হয় তৃতীয় দিনে। এই দিনে যে সকল আচার পালন করা হয় তা অভিনব। কুলার উল্টা পিঠে সব উপাচার সাজানো হয়।

কুলার মাথার দুই দিকে কিছুটা গোবর দিয়ে তার উপর দুটো মরা শামুক বসানো হয়। শামুকের মধ্যে দেওয়া হয় মেয়েদের মাথার কিছু ছেড়া চুল। দুটি ডেলা, ভাঁটফুলের পাতা, তেল, সিঁদুর, জল, ভোগ,বাতাসা,চিনি,নারকেল ইত্যাদি নিয়ে আসেন। বাড়ি যে কয়টি গরু থাকে সেই কয়টি ভাঁট পাতা নিয়ে আসা হয়।

ভাটি পূজায় একজন পুরোহিত থাকেন।তিনি ধূপ,দ্বীপ, নৈবিদ্য সাজিয়ে ঘন্টা,কাশি,শঙ্খ বাজিয়ে, উলুধ্বনির মাধ্যমে পূজা শুরু করেন।পূজায় শিবের মন্ত্রউচ্চারণ করা হয়।পূজা শেষে পূজারীরা ফুল,পাতা দিয়ে অঞ্জলি প্রদান করেন এবং কুলার ফুলসহ সকল উপকরণ গাছের গোড়ায় ঢেলে পার্শ্ববর্তী পুকুরে স্নান করে আসেন।প্রসাদ হিসেবে খেঁজুর গুড়ের চিনি, বাতাসা, নাড়ু নারকেল সকলের মাঝে বিতরণ করা হয়।

এরপর গাছের গোড়ায় প্রথমে তেল,জল, সিঁদুর,কাজল দেওয়া হয় এবং রোগমুক্তির জন্য গাছের গোড়ায় ঢালা ফুল,ভাটি পাতা,তেল,সিঁদুর,কাজল বাড়ি আনা হয়।
এর পর বাড়ির পুরুষরা গোয়ালের গরুগুলো পুকুরে নিয়ে গা ধোওয়ানো হয় এবং ভাঁট পাতা দিয়ে গরুর শরীরকে পরিষ্কার করা হয়।এরপর পূজা থেকে আনা তেল,জল,ফুল দিয়ে গুরুদের পূজা দেওয়া হয়।এ ক্ষেত্রে গাভী গুলোর কপালে সিঁদুর ও ষাঁড় গুলোর কপালে কাজল দেওয়া হয়।
সন্ধ্যায় পাড়ার সবাই মিলে মাঙন করা চাল-ডাল-সব্জী দিয়ে খিচুড়ি রেঁধে খাওয়া হয়।

কালের বিবর্তনে গ্রামাঞ্চলে লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি লালনপালন ও চর্চার ক্ষেত্রে অনাগ্রহী হওয়ায় পূজা পদ্ধতি পালন করার রেওয়াজ কমে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একাধিক নিউজ
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!